দায়িত্ব নিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান
পরিচিতি ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়ুয়া।
অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্যকে নিয়ে প্রথম সভা করেন।
নূর মোহাম্মদ/আরএআর/পিআর