ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আহতদের মধ্যে জহির সিকদার (৪০), গোলাপ (২০), জাহের (৪৫), শাহজালালকে (১৮) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের হুমায়ূন গ্রুপ ও জয়নাল গ্রুপের দুটি পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে সকালে দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । গত মঙ্গরবার এ গ্রামে একই ঘটনায় সংঘর্ষে ৩০ জন আহত হয়।
ভৈরব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোকলেসুর রহমান জানান, ভবানীপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আসাদুজ্জামান ফারুক/আরএআর/এমএস