মির্জাপুরে ছাত্রলীগ নেতাসহ ৪ জুয়াড়ি আটক


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক ছাত্রলীগ নেতাসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বেলতৈল পশ্চিমপাড়া গ্রামের কাদের শিকদারের ইটভাটায় জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদ রানা (৩৬), বেলতৈল গ্রামের কছিম উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৫৫), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (২৮) ও সখিপুর উপজেলার বড়চালা গ্রামের খলিল মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৯)।

মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, ওই ইটভাটাটিতে দীর্ঘদিন যাবত জুয়ার আসর চলছিল। শুক্রবার আদালতের মাধ্যমে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এস এম এরশাদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।