৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা : জিএম কাদের


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি সুস্থ ধারার রাজনীতি ও দেশের স্থিতিশীলতায় বিশ্বাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি।

শনিবার দুপুরে টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে দলকে সংগঠিত হতে হবে। যুবকরা একটি দলের প্রাণ, তাই দলকে সুসংগঠিত করতে দলের যুব সংহতিকে এগিয়ে আসতে তবে। রাখতে হবে বলিষ্ঠ ভূমিকা। প্রতিটি দলের মূলধন জন সমর্থন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির সর্বোচ্চ জনসমর্থন রয়েছে। ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে সে সমর্থনকে আরও জাগ্রত করতে হবে।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচিত দলের অধীনে নির্বাচন করতে ভয় পায় না। আমেরিকাসহ পৃথিবীর প্রতিটি উন্নত দেশে নির্বাচিত দলের অধীনে নির্বাচন হয়। কেননা নির্বাচিত দলকে বিশ্বাস না করলে বিতর্কিত হয় নির্বাচন। তবে এদেশের সাধারণ মানুষ নির্বাচিত দলের অধীনে নির্বাচন করতে ভয় পায়। কেননা নির্বাচিত দলের অধীনে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হবে না বলে বিশ্বাস করে তারা।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ চলছে। কমিশন গঠনে জাতীয় পার্টির সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে সরকার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু করেছে।

জাতীয় যুব সংহতি টাঙ্গাইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির ফকরুল আহ্সান শাহজাদা। বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য খন্দকার নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক।

জাতীয় যুব সংহতি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফকির শাহআলম।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে আব্দুর রাজ্জাক সিকদারকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় যুবসংহতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।