যেন মৌমাছির বাড়ি!


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাড়ির বিল্ডিংয়ের ছাদ ও দেয়ালে অর্ধশতাধিক মৌমাছি চাক বসেছে। উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুররিয়া গ্রামে এই বাড়িটি। বাড়ির মালিক বাদল চক্রবর্তী।

কথা হয় বাদল চক্রবর্তীর সঙ্গে। তিনি জানান, গত সাত বছর ধরে এখানে এভাবেই মৌচাক বাসা বাঁধে। সারা বছর কম বেশি চাক থাকলেও সরিষা মৌসুমে চাকের পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। বাড়ির দেয়াল ছাড়াও বাড়ির সব ক’টি গাছে রয়েছে এই মৌমাছির চাক।

সরেজমিনে দেখা যায়, দূর থেকে বাড়িটি দেখলে মনে হবে এটা যেন মৌমাছির বাড়ি। প্রতিদিন মানুষ চাক দেখতে এসে অবাক হয়। এসব মৌচাক থেকে শুধু সরিষা মৌসুমেই মধু সংগ্রহ করা যায় দুবার।

প্রতিবার প্রায় ৯০ থেকে ১০০ কেজি করে মধু সংগ্রহ করা যায়। তবে সঠিকভাবে কৃত্রিম উপায়ে মধু সংগ্রহ করা গেলে আরও অধিক পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব হতো বলে মনে করেন বাড়ির মালিক বাদল চক্রবর্তী। তবে এ মৌচাকের বিষয়টি উপজেলা কৃষি বিভাগের কেউ এখনও জানেন না বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।