সুরঞ্জিতের মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসির শোক


প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (মাভাবিপ্রবি) প্রফেসর ড. মো. আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার এক শোক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। একইসঙ্গে পরিবারের সকল সদস্যদের এ শোক সহ্য করার জন্য পরম করুণাময় সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করেন।
 
বিবৃতিতে ভাইস-চ্যান্সেলর বলেন, আমরা একজন ত্যাগী রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালাম, যার অভাব পূরণ হবার নয়। তার কৃতকর্মের মাধ্যমে তিনি জাতিকে কৃতজ্ঞতায় আবদ্ধ রেখে গেছেন।

আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।