সাংবাদিক হত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

রোববার বেলা ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি রায়গঞ্জ পৌর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান, প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবু, সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, মনোয়াম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আব্দুল­াহ সরকার প্রমূখ।  

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আখতারের নিকট হস্তান্তর করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।