ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মো. সেলিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেলিম ও তার সঙ্গী মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি কড্ডার মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে সেলিম মারা যান। এ সময় তার সঙ্গী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটিকে আটক করে। আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।