নতুন ইসি নিয়ে ভিন্নমতের কারণ নেই : এমাজউদ্দীন


প্রকাশিত: ১১:০৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল কে কী বলল সেটি ভিন্ন কথা। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন তাই এটি গ্রহণযোগ্য হওয়া উচিত। এ নিয়ে ভিন্নমত থাকার কোনো কারণ নেই।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এমাজউদ্দীন বলেন, নতুন নির্বাচন কমিশনের জন্য সামনে মস্তবড় অগ্নি-পরীক্ষা আসছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যে অগ্নি-পরীক্ষা, সেই পরীক্ষায় তারা যেন উত্তীর্ণ হতে পারে এই চেষ্টা এখন থেকেই তাদের করা উচিত। নির্বাচন কমিশনের অগ্নি-পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র পথই হলো জনসাধারণের আস্থাভাজন হওয়া।

এর আগে ড. এমাজউদ্দীন আহমদ বীরগাঁও গ্রামের সূযূতরুণ নামে একটি সংগঠন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।