কসবায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় রিফাত (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের লেসিয়ারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ ঘটনায় আহত ওয়াসিম (২৬) ও বাবুল (২৮) নামের অপর দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিকেলে নিজ বাড়ি থেকে মোটারসাইকেলযোগে রিফাত, ওয়াসিম ও বাবুল উপজেলার চৌমুহনীর দিকে আসছিল।

পথিমধ্যে লেসিয়ারা নামক স্থানে একটি অটোরিকশা সড়কে ওঠার সময় তাদের মোটারসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ওই তিন যুবক গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।