ট্রেন থেকে চুরি হওয়া ৩০০ লিটার তেল উদ্ধার


প্রকাশিত: ১১:০০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ট্রেনের ইঞ্জিন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ ডিজেল তেল ও তেল চুরির সরঞ্জাম উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। এ সময় অন্তত ৩০০ লিটার ডিজেল তেল, ৮টি খালি ও ১টি তেলভর্তি ড্রাম, হুইস পাইপ, ভ্যানগাড়ি উদ্ধার করা হয়।

সোমবার ভোরে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পূর্বদিকে ৪১ নম্বর রেলওয়ে সেতুর কাছ থেকে এসব মালামাল জব্দ করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রামগামী কন্টিনেন্টাল ট্রেনের (৮০২ নম্বর) ড্রাইভার সিগন্যাল না থাকা সত্ত্বেও ট্রেনটি ৭মিনিট থামিয়ে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল চোরদের কাছে বিক্রি করে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল ও চুরি হওয়া তেল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোররা বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। সেই সঙ্গে ট্রেনটিও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই কন্টিনেন্টালের চালকের নাম মো. হেমায়েত এবং সহকারী চালকের নাম রাসেল। এ ব্যাপারে সোমবার দুপুরে ভৈরব রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে ট্রেনের ড্রাইভারসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক আ. মজিদ জানান, অভিযান চালিয়ে এসব তেল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে তেল চুরির সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, তেল চুরির মূল হোতা ট্রেনের ড্রাইভাররা। ট্রেনের চুরির সঙ্গে যারা জড়িত তাদের একটি তালিকা করা হয়েছে। তাদের পুলিশ গ্রেফতার করতে অভিযান চালাবে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।