কপোতাক্ষ নদে চলছে অবৈধভাবে বালু উত্তোলন
কপোতাক্ষ নদ থেকে গত দুই মাস ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ। সাতক্ষীরার তালা সদরের মেলাবাজার নামকস্থানে কপোতাক্ষ নদ থেকে উত্তোলন করা হচ্ছে এসব বালু।
রাতদিন প্রকাশ্যে কাজটি করছেন পার্শ্ববর্তী তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ কর্তৃপক্ষ। বালু উত্তোলন করে ভরাট করা হচ্ছে পতিত জমি।
স্থানীয়রা জানান, গত দুইমাস ধরে এ পর্যন্ত ৩-৪ বিঘা নিচু জমি ভরাট করা হয়েছে কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ জাগো নিউজের কাছে বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে জেলা সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাড. ফাইমুল হক কিসলু বলেন, কপোতাক্ষ নদ খনন করে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। নদী খনন করে বাঁধ দেয়া হয়েছে। কিন্তু বালু উত্তোলন করার ফলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। অবৈধভাবে কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন বলেন, কপোতাক্ষ থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। যারা বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি