খালেদা জিয়া এদেশের উন্নয়ন চান না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একবিংশ শতাব্দীর মানুষ উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন চায় বলেই এদেশের জনগণ বারবার উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। আর নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার অধীনেই। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পচে গেছে।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে ভিশন-২০২১ এর লক্ষ্য অর্জন এবং জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা প্রবাহ সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রমাণ করে তিনি এদেশের উন্নয়ন চান না। খালেদা পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংকের কথায় অতি নাচানাচি করেছেন। এখন প্রমাণ হয়েছে আওয়ামী লীগ কোনো দুর্নীতি করে নাই।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ আমেরিকা-ইউরোপকে ছাড়িয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন সময় এসেছে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশবিরোধী শত্রুদের শক্ত হাতে দমন করে এসডিজি অর্জনের লক্ষে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনার সরকার এখন খাদ্য রফতানি করছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে, ঢাকায় অত্যাধুনিক বার্ন ইউনিট হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার নানামুখী উন্নয়ন করে নির্দিষ্ট সময়ের আগেই দেশকে মধ্যম আয়ের পথে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৭১টি দেশে রফতানি হচ্ছে। হাসপাতাল, হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান অনেক বেড়েছে। ফলে মানুষের গড় আয়ু এখন ৭১ বছরে উন্নীত হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপুার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন শেখ মনজুর রহমান, জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সহিদুল ইসলাম, কাজীপুর উপজেলা চেয়ারম্যান বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম