সালথা থানার ওসি প্রত্যাহার


প্রকাশিত: ০২:২১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ফরিদপুরের সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেনকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেলে তাকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহারের পর বিকেলেই সালথা থানার নতুন ওসি হিসেবে আমিনুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।

এদিকে সালথা উপজেলায় নারী, শিশু ও সাংবাদিকসহ নিরীহ মানুষের ওপর সরকারি দল সমর্থক মামা বাহিনীর (সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী) সদস্যদের হামলা ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে মামা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানানোর পরপরই ওসিকে প্রত্যাহার করা হয়।

এসএম তরুণ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।