বাইসাইকেলে পাঁচশ কিলোমিটার পাড়ি দিলেন ৪ যুবক


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বিভিন্ন সচেতনতামূলক স্লোগান নিয়ে পাঁচশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পটুয়াখালী পৌঁছেছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের চার রোবার স্কাউট সদস্য। গত পাচঁদিন তারা খুলনা, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন জেলা ঘুরে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এসে পৌঁছান।  

প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড অর্জনের উদ্দেশ্যে গত ১১ ফেব্রুয়ারি রোবার স্কাউট সদস্য মো. হাফিজুর রহমান (হাফিজ), মো. আব্দুর রহিম, মো. আল-আমিন ও মো. ফারুখ আল মাহামুদ বাইসাইকেলে ভ্রমণ শুরু করেন।

‘রোভার করবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো। যে মুখে মা বলি, সে মুখে মাদককে না বলি। গাছ লাগান পরিবেশ বাঁচান। নিরাপদ সড়ক চাই।’ এই চারটি স্লোগান নিয়ে শুরু হওয়া বাইসাইকেল ভ্রমণ বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়ার মোজহার উদ্দিন বিশ্বাস কলেজে গিয়ে শেষ হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।