ব্রাহ্মণবাড়িয়ায় বৃহত্তর জুমার জামাত


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত এ জামাতে অন্তত ৩০ হাজার মুসল্লি অংশ নেন।

জামাতে ইমামতি করেন স্থানীয় জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছদরে মুহতামিম আল্লামা আশেকে এলাহি ইব্রাহীমি। অনেকেই মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী সড়কে জুমার নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

ঐতিহাসিক এ জুমার জামাতে নামাজ আদায় করার জন্য বেলা ১২টা থেকেই জেলা শহর ও এর আশপাশ এলাকা থেকে মুসল্লিরা এসে হাজির হতে থাকেন। জামাতকে ঘিরে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঈদগাহ্ মাঠ।

বৃহত্তর জুমার জামাতকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ্ মাঠ এবং এর আশপাশ এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।