পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নের আশুরীর হাট এলাকায় বাস ও টমটমের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফলের আদাবাড়িয়া ও নওমালা এলাকার টমটম চালক রিপন (৩০) ও যাত্রী জব্বার হাওলাদার (৬০) ঘটনাস্থলে মারা যান। ঢাকা থেকে দশমিনাগামী অন্তরা পরিবহনের ধাক্কায় টমটম একটি বিল্ডিং এর মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে টমটম চালক ও একজন যাত্রী মারা যান।
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.য.ম খান ফারুকী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এআরএস