কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
কিশোরগঞ্জের কটিয়াদীতে রেহেনা আক্তার (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের হাসারকান্দা গ্রামে নিজ ঘর থেকে কটিয়াদী থানা পুলিশ ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে।
সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হাসারকান্দা গ্রামের মৃত কালু মিয়ার স্ত্রী রেহেনা শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। সকালে অনেক বেলা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে আশশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে ঘরের ভেতর তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে মরদেহটি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস