ফরিদপুরে ‘উঠোন’ পত্রিকার প্রকাশনা উৎসব


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ছনপাতার ছাউনির এক ব্যতিক্রম মঞ্চে আনন্দঘন পরিবেশে ফরিদপুরে মাসিক সাহিত্য পত্রিকা ‘উঠোন’ এর প্রকাশনা উৎসব হয়েছে। শনিবার শহরের কমলাপুরে রাইট ট্র্যাক স্কুল চত্বরে পত্রিকাটির মোড়ক উন্মেচন করেন বিশিষ্টজনেরা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উঠোনের সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, সাংবাদিক পান্না বালা, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূসরাত জাহান, অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, সংগঠক রেজাউল করিম মৃধা ও সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সম্পাদক মফিজ ইমাম মিলন বলেন, বৃহত্তর ফরিদপুরের সাহিত্য অঙ্গনের ছয় কীর্তিমান সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন কবির, জসীম উদদীন, নরেন্দ্র নাথ মিত্র, আ ন ম বজলুর রশীদ ও আবু ইসহাকে এই পত্রিকা উৎসর্গ করা হয়েছে।  
 
প্রকাশনা অনুষ্ঠান স্থলে এই ছয় ব্যক্তি, পত্রিকার ত্রিশজন লেখকের ছবি, মুক্তিযুদ্ধবিষয়ক, ভাষা আন্দোলনসহ নানা ছবির প্রদর্শন করা হয়।

এস. এম. তরুন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।