ভৈরবে ৬ দিনব্যাপী বইমেলা উদ্বোধন


প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জের ভৈরবে ৬ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল­ুর রহমান।

শনিবার সন্ধ্যায় শহরের উপজেলা ভূমি অফিস (রাজ কাঁচারি) প্রাঙ্গণে ভৈরব বইমেলা পরিষদের উদ্যোগে এই মেলার আয়োজন  করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি সায়দুল­াহ মিয়া, জেলা পরিষদ সদস্য মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ নেতা এস এম বাক্কী বিল­াহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল­াহ আল মনসুর প্রমুখ।

উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষিত জাতি গঠনে বইমেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণ পাঠকের পাশাপাশি শিক্ষার্থীরাও মেলায় এসে লেখা-পড়া এবং বই কেনায় উৎসাহ পাবে।

তিনি আরও বলেন, বইমেলা শুধু বই প্রেমীই নয়, লেখক কবি-সাহিত্যিকদের একটি মিলনমেলার আয়োজন। এই আয়োজনের সঙ্গে এলাকার শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক জড়িয়ে আছে। পরে আমন্ত্রীত অতিথিরা  মেলার অর্ধ শতাধিক স্টল পরিদর্শন করেন।

উদ্ধোধন শেষে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারন জ্ঞান প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নৃত্য, গান  অভিনয় পরিবেশিত হয়।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।