কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জের নিকলীতে কৃষক আব্দুল আজিজ হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ  আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান রোববার বিকেলে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চানফর ভূইয়া নিকলী উপজেলার দামপাড়া গ্রামের শাহাব ভূইয়ার ছেলে। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহীন ভূইয়া একই এলাকার শামসুদ্দিন ভূইয়ার ছেলে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন শিশুসহ মামলার অপর ১৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৯ এপ্রিল জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর নওয়াবহাটি গ্রামের কৃষক আব্দুল আজিজ ওরফে জুলুকে পিটিয়ে ও বল্লমের আঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওইদিন ১৫ জনকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৭ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।

নূর মোহাম্মদ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।