উজিরপুরে বিধবা নারী হত্যার ঘটনায় মামলা
বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ হাড়তা গ্রামে জাকিয়া পারভীন (৪০) নামে এক বিধবা নারীকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
রোববার দুপুরে নিহতের মেয়ের জামাই ওহেদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে উজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে শনিবার রাতে জাকিয়া পারভীনের ঘর থেকে মরদেহ উদ্ধার করে উজিরপুর থানা পুলিশ। নিহত জাকিয়া পারভীন দক্ষিণ হাড়তা গ্রামের মৃত মানিক মাঝির স্ত্রী।
নিহত জাকিয়া পারভীনের মেয়ের জামাই ওহেদুজ্জামান জানান, তার শ্বশুর মানিক মাঝির মৃত্যুর পর শাশুড়ি জাকিয়া পারভীন গ্রামের বাড়িতে একা থাকতেন। একমাত্র শ্যালক সাহিদ্জ্জুামান পিরোজপুরের স্বরূপকাঠিতে তার বাড়ি থেকে উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে পড়াশুনা করেন।
ওহেদুজ্জামান জাগো নিউজকে বলেন, স্থানীয় কিছু লোকজনের কাছে তার শাশুড়ি টাকা পাবেন। যা নিয়ে একাধিকবার শালিস মীমাংসাও হয়েছে। ওই ঘটনার জের ধরে জাকিয়া পারভীনকে প্রতিপক্ষ হত্যা করতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম খান জানান, ইউপি চেয়ারম্যান ডা. হরেণ রায়ের মাধ্যমে খবর পেয়ে তিনি শনিবার রাতে নিহতের মরদেহ উদ্ধার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি জব্দ করেছেন।
তিনি জানান, জাকিয়া পারভীনের বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় ঘাতকরা সহজেই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ময়নাতদন্ত শেষে জাকিয়া পারভীনের মরদেহ রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, নিহত জাকিয়ার মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সাইফ আমীন/এএম