সীমান্তের শূন্য রেখায় উদযাপিত হলো মাতৃভাষা দিবস


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ভৌগোলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের শূন্য আঙিনায় মঙ্গলবার উদযাপিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দুই বাংলার হাজারো মানুষের পদচারনায় মিলন মেলায় পরিণত হয় হিলি শূন্য আঙিনা।

হাকিমপুর মুক্তিযোদ্ধা কমান্ড এ মিলন মেলার আয়োজন করেন। এতে ভারত হিলি ও মেঘালয়ের তুরা করিডর (ভায়া বাংলাদেশ) মুভমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজিত মেলায় উভয় দেশের কবি, সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরী, স্থানীয় সাংসদ শিবলী সাদিক, হাকিমপুর ইউএনও মোসা. শুকরিয়া পাভিন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভারতীয় করিডর কমিটির আহ্বায়ক নবকুমার দাস, কলকাতার মনোভুমী সাহিত্য পত্রিকার সম্পাদক গৌতম চক্রবর্তী, কলকাতা গণশক্তি পত্রিকার সম্পাদক জয়ন্ত চক্রকর্তী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, শাহিনুর রেজা শাহিন ও জাহিদুল ইসলাম জাহিদ।  
 
এর আগে সেখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পৌরসভা, প্রেসক্লাবসহ পশ্চিমবঙ্গের হিলি ও বালুঘাটের বিভিন্ন অঙ্গ সংগঠন।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।