রাঙ্গাবালীতে আ.লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালীর রাঙ্গাবালীর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির আট নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করছে বিএনপি।

মঙ্গলবার সন্ধায় উপজেলার খালগোড়া বাজারে এ ঘটনা ঘটে। বিএনপির দাবি, উপজেলার খালগোড়া বাজারে আয়োজিত পথসভায় আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। এতে তাদের নেতাকর্মী আহত হয়।

বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আকন তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার পূর্ব-নির্ধারিত নির্বাচনী পথসভায় রাঙ্গাবালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন ৪০ থেকে ৫০ জনের একটি দল নিয়ে হামলা চালায়।

এ সময় আমার সভামঞ্চের মাইকসহ চেয়ার টেবিল ভাঙচুর করে তারা। এ সময় সভায় উপস্থিত বিএনপির আট নেতা কর্মীকে আহত করা হয়েছে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, হামলার ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। বিএনপি প্রার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে এ অভিযোগ দিচ্ছেন।

রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরিফিন জানান, এ ধরনের কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশি হস্তক্ষেপে তা প্রশমিত হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।