শাহজাদপুরে গৃহবধূর লাশ উদ্ধার


প্রকাশিত: ১২:২০ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিউলি খাতুন (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার শেলাচাপড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও কেটিয়ারকান্দা গ্রামের আবু তাহের প্রামাণিকের মেয়ে।

সোমবার গভীর রাতে কেটিয়ারকান্দা নিহতের বাবার বাড়ির পাশ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভাই বাবু হোসেন অভিযোগ করে জানান, গাছ থেকে ফল পারাকে কেন্দ্র করে তার বড় বোনের শ্বশুড়ের সাথে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানো হয়।

শাহজাদপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাই জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।