জানালা ভেঙে ঢুকলো পাখি, হেলিকপ্টারের জরুরি অবতরণ


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

উড়ন্ত অবস্থায় জানালা ভেঙে পাখি ঢুকে পড়ায় কিশোরগঞ্জের বাজিতপুরে ছয় বিদেশি নাগরিকসহ সাত যাত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ (সোমবার) দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হাসান জানান, বেসরকারি কোম্পানি মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ করে সামনের জানালার কাচ ভেঙে হেলিকপ্টারের ভেতরে একটি পাখি ঢুকে পড়ে।

এ অবস্থায় পাইলট মীরারকান্দি এলাকায় একটি মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরো জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, ঢাকা থেকে আরেকটি হেলিকপ্টার আসছে। সেটি আসার পরই বিদেশি নাগরিকদের সিলেট পাঠানো হবে।

নূর মোহাম্মদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।