সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না


প্রকাশিত: ১০:২০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

সব দলের অংশগ্রহণের মাধ্যমে অংশীদারিত্বমূলক নির্বাচন না হলে তা কখনও গ্রহণযোগ্য হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সবাইকে নিয়ে নির্বাচন করাই কমিশনের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া কিশোরগঞ্জের নির্বাচনের সফলতার ওপর নির্ভর করছে পরবর্তী নির্বাচনের সফলতা।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নতুন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আসেন মাহবুব তালুকদার। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে হোসেনপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের উদ্দেশ করে মাহবুব তালুকদার বলেন, আমরা দায়িত্ব নিয়েছি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এটা অনেকটা নির্ভর করছে আপনাদের ওপর।

হোসেনপুরের উপ-নির্বাচন কমিশনের কাছে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইসি বলেন, এ নির্বাচনের সাফল্যের ওপর নির্ভর করছে পরবর্তী নির্বাচনের সফলতা।

নির্বাচন কমিশনার বলেন, সবার অংশগ্রহণে অংশীদারমূলক নির্বাচন না হলে এর গ্রহণযোগ্যতা থাকে না। তাই সব দলের অংশগ্রহণে পরবর্তী নির্বাচন করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচন কমিশনার সরকারের না, রাষ্ট্রের।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা তরফদার আখতার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার জামাল উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেনসহর‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৬ মার্চ হোসেনপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নূর মোহাম্মদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।