৬ ঘণ্টা পর আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিট চালু


প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৩ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে আগুন লেগে বন্ধ হয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর তিনটি ইউনিটের উৎপাদন ফের শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উৎপাদনে ফেরে ইউনিটগুলো।

চালু হওয়া ইউনিটগুলো হলো- চারশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ), ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এস এম সাজ্জাদুর রহমান বন্ধ তিন ইউনিটের উৎপাদন শুরুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রের ওই তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং জাতীয় গ্রিডে ৭৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়। যদিও বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছিল বলে দাবি কর্তৃপক্ষের।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।