ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৯ এপ্রিল ২০১৫

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ওসি সুভাষ কান্তি দাসের (৪৫) বিরুদ্ধে আদালতে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন রেলওয়ের প্রকৌশল শাখার এক নারী কর্মচারী।

আদালতের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার মামলাটি আমলে নিয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ রেলওয়ের ওই কর্মচারী তার স্বামীকে নিয়ে রেলওয়ের সরকারি কোয়ার্টারে থাকেন। গত ৫ এপ্রিল বিকেলে তিনি কর্মস্থলে দায়িত্ব পালন শেষে বাসার যাওয়ার পথে তাকে একা পেয়ে ওসি সুভাষ কান্তি দাস শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় তার ডাকচিৎকারে সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তিনি থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে অবশেষে আদালতে মামলা করেন।

এ ব্যাপারে ওসি সুভাষ কান্তি দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনীত অভিযোগ অস্বীকার করেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।