ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ওষুধ বিতরণ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৪ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় দুই হাজার অহসায় রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের হাফিজ উল্লাহ উচ্চবিদ্যালয়ে এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ও কালঘড়া গ্রামের কৃতি সন্তান ডা. মো. মনির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে।

হাফিজ উল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ.কে.এম শরীফুল ইসলাম, শিশু রোড় বিশেষজ্ঞ ডা. মো. মনির হোসেন ও হাফিজ উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন।

পরে উদ্বোধনী আলোচনা শেষে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দুই হাজার অসহায় রোগীর মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়া রোগীদের মাঝে বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।