কিশোরগঞ্জ বার নির্বাচনে ৬ পদে বিএনপির জয়


প্রকাশিত: ০৪:৫১ এএম, ০৬ মার্চ ২০১৭

কিশোরগঞ্জ জেলা অাইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, একটি সহ-সভাপতি, একটি সহ-সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও দুটি সদস্য পদসহ ৬টি পদে জয় পেয়েছে বিএনপি।

অপরদিকে একটি সহ-সভাপতি, একটি সহ সাধারণ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, অডিটর ও ৩টি সদস্যসহ ৭টি পদে জয়ী হয়েছে অাওয়ামী লীগের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ।

রোববার রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে অাবারও জয়ী হয়েছেন জাতীয়তাবাদী অাইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. জালাল মোহাম্মদ গাউস। তিনি ভোট পেয়েছেন ২৩৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী অালহাজ্ব এম এ রশীদ পেয়েছেন ২১৭ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সহিদুল ইসলাম শহীদ।

নির্বাচিত অপর প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি মুফতী মো. জাকির খান ও অালহাজ্ব অা. বারী, সহ-সাধারণ সম্পাদক অাহম্মদ রুবেল ও অজয় কুমার দাস, লাইব্রেরি সম্পাদক মাহমুদুল হাসান রনি, সাংস্কৃতিক সম্পাদক এ এম সাজ্জাদুল হক, অডিটর তাপস কুমার চ্যাটার্জী, সদস্য জেসমিন অাক্তার মনি, সুকান্ত সাহা খোকা, জুনায়েদ কায়সার বাপ্পী, মো. মাহফুজুল করিম বাবু ও শরিফ উদ্দিন ভূঞা।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।