কসবায় বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৯ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি ইউনিয়নের অটল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় অটল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুখলেছুর রহমান লিটন কুটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিতু মিয়াকে আমন্ত্রণ জানালেও সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরসহ সুশিল সমাজের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানোয় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এরই জের ধরে বৃহস্পতিবার নবনির্মিত ভবন উদ্বোধনের সময় বিদ্যালয় মাঠে আবদুল কাদেরের লোকজন সভা ডাকে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় সংঘর্ষের আশঙ্কায় বিদ্যালয় মাঠ ও এর আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জাগো নিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অটল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।