মেঘনা রক্ষায় ভৈরবে গোসল উৎসব


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১২ এপ্রিল ২০১৫

মেঘনা নদীর পানি দূষণে থেকে জীবনপ্রবাহ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারুণ্যের প্রতিবাদী আন্দোলন হিসেবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদীতে গোসল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ ব্যতিক্রমধর্মী প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করেছে ভৈরবের সংগঠন দি ব্ল্যাকহোল অ্যাসোসিয়েটস।

শনিবার সকালে মেঘনার জোড়া সেতুর পাড়ে এ উৎসবের আয়োজন করা হয়। ভৈরবের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন লুঙ্গি ও গামছা নিয়ে ওই গোসল উৎসবে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। গোসলের পূর্বে সমবেত লোকজন মেঘনার জোড়া সেতুর পাড়ে দাঁড়িয়ে মেঘনা নদীকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করেন।

শপথবাক্য পাঠ করান সাদ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগর। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র হাজী মো. শাহীন ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ হুমায়ূন মিয়া।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমন্বিত জলাধার রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইবনুল সাঈদ রানা ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন। আরও বক্তব্য রাখেন অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, খলিলুর রহমান লিমন প্রমুখ।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।