পিকনিকের বাস খাদে পড়ে এনজিও কর্মী নিহত, আহত ৩০


প্রকাশিত: ১০:৫২ এএম, ১১ মার্চ ২০১৭

ফরিদপুরে পিকনিকের বাস খাদে পড়ে মো. মফিজুর রহমান (৪০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মফিজুর রহমানের বাড়ী যশোরের মহেশপুর গ্রামে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া জোনাল অফিসের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাগরণী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন অফিসে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী চারটি বাস নিয়ে কুয়াকাটায় আনন্দ ভ্রমণে যায়। শুক্রবার দিবাগত রাতে পিকনিকের বহরের চারটি বাস কুষ্টিয়ায় ফিরছিল।

শনিবার সকালে গড়াই পরিবহন নামের বাসটি ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় একটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই এনজিও কর্মীর মৃত্যু হয়।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এস এম তরুন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।