সুন্দরবনে ৪ জলদস্যু আটক


প্রকাশিত: ০৩:৩০ এএম, ১৩ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বরী খাল এলাকায় র‌্যাব-৬ এর অভিযানে জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ চারজনকে আটক করা হয়েছে।

রোববার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া (৩৭), ইউনুচ আলি পঁচা (২৪), মিন্টু গাজী (৩২) ও মাসুম বিল্লাহ (২৫)।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে দস্যু বাহিনীর প্রধান জিয়া ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।