পুলিশের ধাওয়ায় যুবক নিখোঁজ : লাশ মিললো ইছামতি নদীতে


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৩ মার্চ ২০১৭

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে জুয়া খেলার সময় পুলিশের ধাওয়ায় নিখোঁজ আসাদুল (২৭) নামে এক যুবকের মরদেহ ইছামতি নদী উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ এলাকায় ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসাদুল বাগবাটি ইউনিয়নের বেজগাতী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। নিখোঁজ যুবক বাচ্চু রাঙালিয়াগাঁতী গ্রামের মৃত রেফাজ উদ্দিনের ছেলে।
 
বাগবাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আল-আমিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে আসাদুল ও বাচ্চুসহ ছয়জন বেজগাঁতী ব্রিজের পাশে জুয়া খেলছিল। রাত সাড়ে ৮টার দিকে দুইজন পুলিশের পোশাকধারীসহ ১০/১৫ জন সাদা পোশাকধারী তাদের ধাওয়া করে। এসময় তারা ছয়জনই ইছামতি নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে চারজনকে আটক করার পর ছেড়ে দেয়া হয়। বাকি দুইজন গত রাত থেকেই নিখোঁজ ছিলেন।

তবে স্থানীয়দের দাবি ওই জুয়াড়ির দলকে পুলিশ ধাওয়া করেছিল। তবে সদর থানা পুলিশ এ বিষয়টি অস্বীকার করেছে।

বিকেল ৪টায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু করে। এরপর বিকেল ৫টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত অপর যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি অস্বীকার করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রাতে সদর উপজেলার বাগবাটি এলাকায় কোনো অভিযান চালানো হয়নি।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।