ভাটার জন্য জমি না দেয়ায় মালিককে মারধর
টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটা নির্মাণে জমি ভাড়া না দেয়ায় নারায়ন সরকার (৭৫) ও স্বপন সরকার (৩২) নামে দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুর।
সোমবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের তেঘুরি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান ও তার ছেলেকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে আহত স্বপন সরকার মির্জাপুর প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিভাস সরকার নুপুর তেঘুরি গ্রামের মধ্যপাড়া এলাকায় একটি ইটভাটা নির্মাণের উদ্যোগ নেন। জমির প্রয়োজনে তিনি ওই এলাকার কয়েকজনের কাছ থেকে জমি ভাড়া নেন। ওই এলাকায় নারায়ন সরকারসহ আরও কয়েকজনের জমি থাকায় ইটভাটা নির্মাণে সমস্যার সৃষ্টি হয়।
পরে তিনি তাদের কাছে জমি ভাড়া চান। এতে জমির মালিকরা অস্বীকৃতি জানায়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় বিভাস সরকার নুপুর ও তার ছেলে জয়ন্ত সরকারসহ কয়েকজন নারায়ন সরকারের বাড়িতে গিয়ে রাস্তায় ডেকে আনেন। সেখানে তাদের মধ্যে জমি ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বিভাস সরকার নুপুর ও তার ছেলে তাদের উপর হামলা চালায়। এতে নারায়ন সরকার ও স্বপন সরকার গুরুতর আহত হন। পরে তাদেরকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনায় ওই জমির মালিক স্বপন সরকার বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুর ও তার ছেলে জয়ন্ত সরকারকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইজানুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত বিভাস সরকার নুপুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইটভাটা নির্মাণের জন্য নারায়ন সরকারসহ কয়েকজনের জমি ভাড়া চেয়েছিলাম। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় নারায়নের ছেলে আমাকে মন্দ কথা বলে গালি দেয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, বিভাস সরকার নুপুর বর্তমানে অত্যাচারি হিসেবে পরিচিত। তিনি আবাদি জমির মধ্যে ইটভাটা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এজন্য জমির মালিকরা তাকে জমি ভাড়া না দেয়ায় নারায়ন সরকার ও স্বপন সরকারের উপর হামলা চালিয়ে আহত করেছেন। তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার বলে তিনি উল্লেখ করেন।
এস এম এরশাদ/এফএ/পিআর