কলারোয়ায় পাঁচ নারী পাচারকারী আটক


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৬ মার্চ ২০১৭

সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক ও উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীরা হলেন, নাহিদা বেগম, আরজু আক্তার ও সুমী বেগম। এছাড়া আটক পাচারকারীরা হলেন, শাকেরুল কবীর, মাহমুদুল হাসান সুমন, হাবিবুল্লাহ্, আক্কাস আলী ও ইব্রাহিম হোসেন।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, ভারতে তিন নারীকে পাচারের সময় তাদের উদ্ধার ও পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।