ঢাকার চারপাশে সার্কুলার ট্রেনের সম্ভাব্যতা যাচাই চলছে


প্রকাশিত: ১০:১৬ এএম, ১৬ মার্চ ২০১৭

রেল খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঢাকার চারদিকে সার্কুলার ট্রেনের সম্ভাব্যতা যাচাই চলছে। সার্কুলার ট্রেন চালানো গেলে যানজট আর থাকবে না। চলমান প্রকল্পগুলো শেষ হলে রেলওয়ের যুগান্তকারী পরিবর্তন আসবে।

বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনে বন্ধ ৬০টি স্টেশন চালুকরণ অনুষ্ঠানে এসব তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকালে প্রথম দফায় ৬০টি বন্ধ স্টেশন চালু করা হলো। আগামী ৬ মাসের মধ্যে দফায় দফায় বাকি ৮০টি বন্ধ স্টেশন চালু করা হবে।

খালেদা জিয়াকে সন্ত্রাসী নেত্রী আখ্যায়িত করে তিনি বলেন, ট্রেনে পেট্রল বোমা মেরে যাত্রীকে হত্যা করেছে, পুলিশ ও চালককে হত্যা করেছে তথাকথিত অবরোধের নামে। আমাদের নেত্রী সৃষ্টি করেন মানুষের কল্যাণের জন্য, আর বিএনপির নেত্রী আগুনে মানুষ পুড়িয়ে মারে, ধ্বংস করে।

তিনি বলেন, বিএনপির আমলে রেলপথ ছিল অবহেলিত। তারা গোল্ডেন হ্যান্ডচেকের মাধ্যমে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছিল। বাংলাদেশে যতগুলো স্টেশন বন্ধ তার সবই বিএনপি আমলে বন্ধ করা হয়েছিল।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ প্রমুখ।

সঞ্জিত সাহা/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।