অবৈধভাবে পাবনা মানসিক হাসপাতালের জায়গা দখলের অভিযোগ
দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালের প্রাচীর ভেঙে রাতের আঁধারে ১৫ শতক জায়গা দখল করেছে হেমায়েতপুর সৎসঙ্গ আশ্রম। এনিয়ে সেখানে স্থানীয় বাসিন্দা, হাসপাতাল কর্তৃপক্ষ ও আশ্রম সেবকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, পাবনা মানসিক হাসপাতালের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে বৃহস্পতিবার শহরে মানববন্ধন করেছে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ১০টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে হাসপাতালের পরিচালক, আরএমও এবং সকল চিকিৎসকসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, ডা. দিলারা আক্তার, ডা. মোহাম্মদ আলী, সিনিয়র স্টাফ নার্স রফিকুল ইসলাম, আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, কোনো ধরণের আইনি বৈধতা ও পূর্বঘোষণা ছাড়াই ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের ভক্তরা শনিবার রাতের আঁধারে হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে ১৫ শতাংশ জায়গা জোরপূর্বক দখল নেয়।
এতে হাসপাতালের শত শত রোগীর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এছাড়া বহিরাগত লোকজনের আনাগোনায় চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালটি অরক্ষিত হয়ে পড়েছে ।
বক্তারা আরও বলেন, গত রোববার ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল ঠাকুরের ১২৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী আশ্রমে সমবেত হয়। এই সুযোগ কাজে লাগিয়ে রোববার রাতে আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর রায়, তথাকথিত সেবক বলাই এবং চিত্ত’র নেতৃত্বে দুই শতাধিক লোক হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে ১৫ শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে নেয়।
এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা, হাসপাতাল কর্তৃপক্ষ ও আশ্রম সেবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে যোগযোগ করা করা হলে তিনি বলেন, জায়গা সরকারের সরকারই বিষয়টি দেখবে। কাজেই এ নিয়ে কোনো পক্ষেরই আইন হাতে তুলে নেয়ার সুযোগ নেই।
একে জামান/আরএআর/জেআইএম