অধ্যক্ষকে মারধরের ১৮ দিনেও মামলা হয়নি


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৬ মার্চ ২০১৭

ঈশ্বরদী ওরিয়েন্ট কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আব্দুল খালেককে মারধরের ঘটনায় থানায় দেয়া লিখিত অভিযোগ গত ১৮ দিনেও মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।  

দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর প্রধান সড়কে শতাধিক শিক্ষক-শিক্ষিকা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, শিহাব উদ্দিন প্রমুখ।

থানায় অভিযোগ দায়ের সম্পর্কে স্কুল শিক্ষক শিহাব জানান, ঘটনার দিনই থানার ডিউটি অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলে ওসি আব্দুল হাই এসআই কালামকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু আজও পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা দেখছি না।

তবে  ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি জানান, এ ধরনের কোনো অভিযোগের বিষয়ে তার জানা নেই।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি এলাকার জনৈক আব্দুর রাজ্জাকের ছেলে এবং ওই স্কুলের ছাত্রের সঙ্গে এক সহপাঠীর সামান্য ঝগড়া হলে আব্দুর রাজ্জাক ক্ষীপ্ত হয়ে অধ্যক্ষের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।