সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধের আসামি নজরবন্দী


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৭ মার্চ ২০১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতক্ষীরায় তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামি আব্দুল্লাহেল বাকীকে (১০২) নজরবন্দী করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১২টা থেকে সদরের আলিপুর উইনিয়নে বুলারাটি গ্রামে নিজের বাড়িতে তাকে নজরবন্দীতে রাখা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে জানান, সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে একজন আব্দুল্লাহেল বাকীকে নজরবন্দী করা হয়েছে।

একরামুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।