মির্জাপুরের ৬ ইউপিতে আ.লীগ-জাপার প্রার্থী চূড়ান্ত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয় ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে।এর আগে শুক্রবার উপজেলার ছয় ইউপিতে প্রার্থী চূড়ান্ত করে বিএনপি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিরর বরাত দিয়ে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, মির্জাপুরের ছয় ইউনিয়নে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এরা হলেন- আজগানা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম শিকদার, বহুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু সাইদ সাদু, ভাওড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, লতিফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন, ফতেপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন তালুকদার ও তরফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, টাঙ্গাইল জেলা মনোনয়ন বোর্ড মির্জাপুরের ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এক নম্বরে যাদের নাম পাঠিয়েছে তাদের মধ্যে পাঁচজনের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। তরফপুর ইউনিয়নে যার নাম চার নম্বরে দেয়া হয়েছিল তাকে মনোনয়ন দেয়ায় ওই ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি ছয় ইউনিয়নের মধ্যে তিনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে। জাতীয় পার্টি প্রার্থীরা হলেন- আজগানা ইউনিয়নে আব্দুস সাত্তার, তুরফপুর ইউনিয়নে ফজলু মিয়া ও বহুরিয়া ইউনিয়নে মামুন আর রশিদ।
নির্বাচন কমিশন ৮ মার্চ মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মার্চ মনোনয়ন পত্র জমা, ২১ মার্চ বাছাই, ২৮ মার্চ প্রত্যাহার, ২৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১৬ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এস এম এরশাদ/আরএআর/এমএস