পটুয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় জামায়াত নেতা মাওলানা নুরুল ইসলাম জেহাদীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আজিমপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
২০১৬ সালের ১৪ মে কুয়াকাটার আজিমপুর গ্রামে জামায়াত এই শীর্ষনেতা মাওলানা নুরুল ইসলামের বাড়িতে গোপন সভা চলাকালে অভিযান চালায় পুলিশ। তখন দুইজনকে গ্রেফতার করা হয়।
ওই সময় জামায়াতের কুয়াকাটার সাংগঠনকি কর্মকাণ্ডের পরিকল্পনার খাতাপত্র, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। ওই মহিপুর থানা পুলিশের তৎকালীন এসআই মনিরুজ্জামান ১৪ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম জেহাদীকে গ্রেফতার করা হয়।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম