ফরিদপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ফরিদপুরের পশড়া গ্রাম থেকে আজম খান নামে ৮ম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গেরদা ইউনিয়নের পশড়া গ্রামের ফরিদ খানের ছেলে আজম খান পহেলা বৈশাখের দিন নিখোঁজ হয়। ওই রাতেই তার বাবা-মায়ের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। টাকার বিষয়টি নিয়ে দুর্বৃত্তদের সাথে কয়েক দফা ফোনে কথাও হয় আজমের বাবার। এদিকে সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুর্বৃত্তরা তাকে ফাঁস দিয়ে হত্যা করার পর লাশটি পানিতে ফেলে দেয়। নিহত আজম খান স্থানীয় আজিজ ইন্সটিটিউটের ৮ম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএস/এমএএস/আরআই