সাতক্ষীরার রাজাকার বাকী গ্রেফতার


প্রকাশিত: ০২:৩৩ এএম, ১৯ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এম আব্দুল্লা হিল বাকীকে (১০৩) গ্রেফতার করেছে পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, শুক্রবার সারাদিন বাকীকে উপজেলার আলীপুরের বুলারাটী গ্রামে তার বাড়িতে ঘেরাও করে রাখার পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

গত ৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাকীসহ সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বাকীর বিরুদ্ধে একাত্তরে একাধিক হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। বাকী তৎকালীন সাতক্ষীরা মহকুমার রাজাকার বাহিনীর প্রধান ছিলেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।