ঈশ্বরদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পথসভা
জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঈশ্বরদী সরকারি কলেজ গেটে এ পথসভার আয়োজন করা হয়।
পাবনার অতিরক্ত পুলিশ সুপার জহুরুল হকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম আলমগীর জাহান, উপ-পরিদর্শক হাববুর রহমান, মতিউর রহমান, আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর আমিনুর রহমান, যুবলীগ নেতা আলাউদ্দিন বিপ্লব প্রমুখ।
তিন দিনব্যাপী চলমান এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঈশ্বরদী পৌরসভা ও পাকশীর রূপপুরে পথসভার আয়োজন করা হয়। সোমবার পর্যন্ত পৌরসভার নয়টি ওয়ার্ড ও উপজেলার সাতটি ইউনিয়নে এই পথসভা চলবে।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি