জঙ্গিবাদ নিয়ে রাজনীতি না করার আহ্বান আইজিপির


প্রকাশিত: ১০:১৫ এএম, ১৯ মার্চ ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশের প্রত্যেকটি সেক্টরে যখন সার্বিক উন্নয়ন হচ্ছে, সেখানে একটি মহল বরাবরের মতো মিথ্যাচার করে বিবৃতি দিয়ে যাচ্ছে। পুলিশ জঙ্গিদের হত্যা করতে চায় না। তারা বলছেন- আমরা নাকি জঙ্গি নিয়ে খেলা করছি। সব বিষয়ে বিবৃতি দেয়া যায় না। জঙ্গিবাদ নিয়ে কোনো রাজনীতি করবেন না। এটা দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়।

রোববার দুপুরে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করার যে সংস্কৃতি তাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। হাজার হাজার অভিযান চালিয়ে, কোটি টাকার মাদক উদ্ধার, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের গ্রেফতার এবং হাজারও মামলা দিয়েও মাদকের ভয়াবহতা রোধ করা সম্ভব নয়। সেক্ষেত্রে সামাজিক সচেতনতা সৃষ্টি ও নাগরিকদের দায়িত্ববোধ সৃষ্টিতে কাজ করবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।

থানা থেকে টাউট-বাটপার ও দালালদের সরাতে হবে মন্তব্য করে তিনি বলেন, জনগণ সরাসরি পুলিশের কাছে যাবে, তাদের সমস্যার কথা বলবে। জনগণের সঙ্গে পুলিশের কোনো দূরত্ব থাকবে না। পুলিশ-জনগণের মধ্যে সেতুবন্ধ সৃষ্টির মাধ্যমে সুস্থ সমাজ গঠনই কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিশেষ অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল­াত মুন্না, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, হাসিবুর রহমান স্বপন, আব্দুল মজিদ মন্ডল, তানভীর ইমাম ও সেলিনা বেগম স্বপ্না এমপি প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।