দেবহাটা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৯ মার্চ ২০১৭

সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ সিংহের বিরুদ্ধে সাত লক্ষাধিক টাকা আত্মসাতসহ নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।

গত ১৪ মার্চ উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দফতরে পাঠিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিষ সিংহ দেবহাটা উপজেলায় যোগদানের পর শিক্ষা অফিসকে দুর্নীতি-অনিয়ম-ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত করেছেন। শিক্ষকরা এসব ঘটনার প্রতিবাদ করলে বদলি হুমকিসহ নানাভাবে হয়রানি, অসদাচরণ এমনকি গালি-গালাজ করা হয়।

শিক্ষকরা লিখিতভাবে উপজেলা পরিষদে বিষয়টি জানানোর পর আইন-শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা অফিসারকে সতর্ক করা হয়। এতে তিনি আরো বেপরোয়া হয়েছেন। একাধিক বার নোটিশ দেয়া করা হলেও তিনি তার জবাব দেননি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ২০১৪-২০১৫ অর্থ বছরে উপজেলার ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্ধকৃত স্লিপের অর্থ থেকে ঝিনাইদহ থেকে তিন হাজার ২০০ টাকা দিয়ে ড্রাম সেট কিনে বিদ্যালয়গুলোতে ছয় হাজার ৫০০ টাকায় বিক্রয় করে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছেন। ২০১৫-২০১৬ অর্থ বছরে স্লিপের টাকা থেকে ভ্যাটের নামে বিদ্যালয় প্রতি পাঁচ হাজার টাকা নিয়ে সরকারি খাতে ২২-২৪ শত টাকা হারে জমা দিয়ে এক লক্ষ ৪৭ হাজার টাকা আত্মসাত করছেন।

প্রাথমিক বরাদ্দের পাঁচ হাজার টাকা থেকে ৮০০ টাকা করে কেটে আত্মসাত করেন প্রায় ৩০ হাজার টাকা, পারুলিয়া ক্লাস্টারের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বরাদ্দকৃত সাব ক্লাস্টার প্রশিক্ষণ না করিয়ে প্রায় ৮০ হাজার টাকা আত্মসাত করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার দেবাশিষ সিংহ জাগো নিউজকে বলেন, অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। কোন দফতরে অভিযোগ দেয়া হয়েছে সেটাও জানা নেই।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।