বনদস্যুদের হামলায় ৬ বনপ্রহরী আহত


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৯ মার্চ ২০১৭

টাঙ্গাইলের মধুপুরে বনদস্যুদের হামলায় ছয় বনপ্রহরী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকেলে মধুপুর বনাঞ্চলের সদরবিটের বটচতল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, বনপ্রহরী কার্তিক চন্দ্র দাস (৫৫), আতিক মিয়া (৫০), উসমান গণি (৫০) এবং কমিউনিটি  ফরেস্ট গার্ড আব্দুল লতিফ (৫৫), সিদ্দিক হোসেন (৫০), শহীদুল ইসলাম (৪৫) আহত হন।

মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শন (এসআই) আমিনুল ইসলাম জানান, রোববার বিকেলে ৩০-৪০ জন মধুপুর বনাঞ্চলের সদরবিটের বটচতল এলাকায় গাছ কাটছিল।

এমন সংবাদ পেয়ে বনপ্রহরী ও কমিউনিটি  ফরেস্ট গার্ডরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। একপর্যায়ে বনদস্যুরা বনপ্রহরী ও কমিউনিটি  ফরেস্ট গার্ডদের ওপর  ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আহত হন ৬ জন। এদের মধ্যে গুরুতর আহত কার্তিক ও লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক এমএ হাসান জানান, বন কাটার কথা শুনে ঘটনাস্থলে বনপ্রহরীদের পাঠানো হয়। বাধা দিলে বনদস্যুরা বন প্রহরীদের ওপর হামলা চালায়। সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত বন প্রহরীদের উদ্ধার করে আনা হয়।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।